আওয়ামী লীগকেই ভোটারদের আসতে উৎসাহিত করতে হবে, বলেছেন অজয় দাস গুপ্ত

(২) দৈনিক সমকালের সহযোগি সম্পাদক অজয় দাস গুপ্ত বলেছেন, সারা দেশে ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগেরই উদ্বিগ্ন হওয়ার থাকার কথা। বিএনপি আসবে না নিবার্চনে সেটাতো তারা জানে। সাধারণ নিবার্চনে আওয়ামী লীগ তিন-চতুর্তাংশ আসনে জয় লাভ করেছে। তাই উপজেলা নিবার্চনে তাদের ক্ষমতায় কোনো পরির্বতন ঘটবে না। আওয়ামী লীগ বার বার বলেছে জনগন ভোট দিয়েছে, জনগনের সমর্থন আছে। অথচ কেন্দ্রে ভোটার নেই।

(৩) ডিবিসি নিউজের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে তিনি বলেন,কম ভোটার উপস্থিতির জন্য সবাই নির্বাচন কমিশনকে দোষারোপ করে। কিন্তু ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। রাজনৈতিক দলের দায়িত্ব ভোটারদের আনা। তারা প্রচার-প্রচারনার মাধ্যমে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উদ্ভুদ্ধ করবে। ভোটার না আসলে নির্বাচন অর্থহীন।

(৪) তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসছে না তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। এক্ষেত্রে আওয়ামী লীগকে ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা করার। তারা একজন প্রার্থীর পরির্বতে এক আসনে চার-পাঁচ প্রার্থী দিতে পারে।

(৫) পার্বত্য অঞ্চলের হামলার বিষয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের তিনটি জেলা প্রথম থেকেই ঝুঁকিতে ছিল এবং এই বিষয়গুলোর জন্যই সেখানে সেনা মোতায়েন করা হয়। সব কিছু বিবেচনা করে যেহেতু ঐ এলাকায় শান্তিপূর্ণ নিবার্চনটা করা গেল না, তাই এই বিষয়টি গভীরভাবে ভেবে দেখতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment