মর্গে বেজে ওঠা ফোনে পরিচয় মিলল রাব্বির

মর্গে বেজে ওঠা ফোনে পরিচয় মিলল রাব্বির

Globe aire ac

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে সাতটি লাশ। কারও পরিচয় জানা যাচ্ছে না। হঠাৎ একজনের পকেটে থাকা মোবাইল বেজে ওঠে। আর সেখান থেকেই মিলেছে বনানীর অগ্নিকাণ্ডে নিহত ফজলে রাব্বি নামের ওই ব্যক্তির পরিচয়।

মর্গে রাব্বির সঙ্গে থাকা ফোন বেজে উঠলে তা বের করে কথা বলেন লাশের সঙ্গে থাকা আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন কর্মী। ফোনটি করেন রাব্বির বড় বোন শাম্মী আক্তার।

শাম্মী আক্তার জানান, রাব্বি দুর্ঘটনাকবলিত টাওয়ারের ১১ তলায় ইউরো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১টায় সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী। উদ্ধার তৎপরতায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষও অংশ নেন।

বিকেল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টা দুই পর উদ্ধারকাজে কিছুটা বিরতি দেওয়া হয়।

এরপর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার কাজ চলবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment