যিনি প্রিসাইডিং কর্মকর্তা, তিনিই ভাইস চেয়ারম্যান!

শীতের আমেজ কেটে গেছে আরও আগেই। প্রকৃতিতে এখন পাতাঝরা বসন্ত। প্রকৃতিতে এখন চৈত্রের খরতাপ। আর এই সময়ে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। ঋতুচক্রের এই সময়েও পোশাকে আনতে হয় পরিবর্তন। গরমে একদিকে যেমন শরীর থেকে বিরতিহীনভাবে ঘামে ঝরে অন্যদিকে চলফেরায়ও দেখা দেয় অস্বস্তি।

ফলে এই সময়টাতে পোশাক বেছে নিতে হবে স্বাচ্ছন্দ্য অনুযায়ী। পোশাক ও পোশাকের রঙ এমন হতে হবে যেটা গায়ে জড়ালে আপনি স্বস্তিতে দিনযাপন করতে পারবেন।

গরমের সময় ভুলেও কালো বা অন্য গাঢ় রঙের পোশাক পরবেন না। কারণ, কালো বা অন্য গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে শরীরকে আরও গরম করে। সেক্ষেত্রে সাদা রঙের পোশাক বেছে নিতে পারেন। এই রং সূর্যের তাপ শোষণ করে না।

আর সাদা রং শুধু তাপ শোষণই করে না, চোখেও এনে দেয় অন্যরকম প্রশান্তি। তাই গরমে সাদা পোশাকেই ভরসা রাখুন।

আসছে গরমে আপনি সুতি, শুভ্র সাদা একরঙা বা সাদা প্রিন্টের কাপড় পরতে পারেন। যা শরীরে অস্বস্তিকর মনে হবে না। বরং আরামদায়ক ও ফ্যাশনেবল হবে। আর গরমের দিনে যতটা সম্ভব ডিটারজেন্ট দিয়ে কাপড়চোপড় ধুয়ে রাখুন।

মেয়েরা এই গরমে সাদা কামিজ বা কুর্তির সঙ্গে ম্যাচিং সাদা ওড়না বা শেডের কোনও ওড়না বা স্কার্ফ পরতে পারে। চাইলে সাদার সঙ্গে কন্ট্রাস্ট করে অন্য রঙের প্যান্ট বা ব্লু জিন্সও পরা যায়। তাতে ফ্যাশনেও বৈচিত্র্য আসবে।

আর ছেলেরা গরমের সময় টি-শার্ট, হাফ শার্ট কিংবা একটু ঢিলেঢালা পোশাক পরতে পারেন। যা খুবই আরামদায়ক হবে। বিভিন্ন অনুষ্ঠান কিংবা পার্টিতেও টি-শার্ট পরা যায়। তবে কালারটা একটু গাঢ় হলেই ভালো হয়।

অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন। ঢাকার ধামরাই উপজেলায় ভোট গ্রহণের সময় নাম পরিচয় গোপন করে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন আবুল বাশার নামে এক ব্যক্তি। যখন ধরা পড়লেন, জানা গেল সপ্তাহ খানেক আগে হয়ে যাওয়া তৃতীয় ধাপের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিনি!

পার পেয়ে জাননি। ঘটনা জানাজানি হওয়ার পরে দুপুর ১২টার দিকে তাকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ। জানা গেছে, ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম।

ধামরাইয়ের আমসিমুর সেপিপ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক এই আবুল বাশার। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গত ২৪ মার্চের তৃতীয় ধাপের নির্বাচনে জাতীয় পার্টি থেকে দাঁড়িয়ে একই জেলার সাটুরিয়া উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

তথ্য গোপন করে দায়িত্ব পালনের দায়ে তাকে আটক করা হয়। তিনি যে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন সে কেন্দ্রে পাওয়া গেছে অসামঞ্জস্যতাও। কেন্দ্রটিতে ভোট পড়েছে প্রায় ৪০%। যেখানে অন্যান্য কেন্দ্রে গড়ে ২% থেকে ১০% পর্যন্ত ভোট পড়েছে।

এ ছাড়া কেন্দ্রের মোট ১৮৯১ জন ভোটারের মধ্যে প্রায় ৭০০ ভোট পড়ায় সন্দেহ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ। কেন্দ্রের যে কক্ষে আবুল বাশার দায়িত্ব পালন করছিলেন সেখানে গিয়ে তিনি দেখতে পান, বেশ কিছু ব্যালট পেপারে ভোটারের টিপসই, সিল নেই। কেন্দ্রে পাওয়া যায়নি ভোটগ্রহণের ৪ নম্বর বুথের পোলিং অফিসার দেলোয়ার হোসেনকেও। আবুল বাশারকে আটকের পর কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সুনীল কুমার ভৌমিককে। পরবর্তীতে তিনি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

আবুল বাশারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানাননি নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম জানিয়েছেন, কী ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment