কূটনীতিকদের সঙ্গে যে আলোচনা হলো বিএনপি’র

কূটনীতিকদের সঙ্গে যে আলোচনা হলো বিএনপি’র

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইইউ, নরওয়েসহ ২১ টি দেশের কূটনীতিকদের ব্রিফ করেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই ব্রিফ অনুষ্ঠিত হয়।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্রটি জানায়, ব্রিফে কূটনীতিকদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না, চিকিৎসার বিষয়ে যে সাংবিধানিক অধিকার রয়েছে- সেগুলোও বেগম জিয়াকে দেওয়া হচ্ছে না, আর হাইকোর্টের একটি আর্দেশের ভিত্তিতে গত বছর উনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছি- কিন্তু চিকিৎসা সম্পূর্ণ না করেই আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়, বলা য়ায় যে, বেগম জিয়াকে কোন চিকিৎসাই দেওয়া হচ্ছে না, সম্প্রতি তাকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছে- তবে আমরা আশঙ্কা করছি’ এখানে বেগম জিয়ার পর্যাপ্ত চিকিৎসা হবে না। সুতরাং বেগম জিয়ার সমস্ত অধিকারগুলো ভূলিষ্ঠিত করা হচ্ছে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, মীর হেলাল, ইসরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদেরকে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কূটনীতিকদেরকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানো হয়ে। তারা বিষয়টি শুনেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment