খালেদা জিয়া প্যারোলের জন্য এখনও আবেদন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন সরকারের কাছে আসেনি। যদি প্যারোলের আবেদন জমা পড়ে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (৭ এপ্রিল) রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কোয়ার্টারে অপরাধ বিষয়ক আন্তর্জাতিক একটি কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খালেদার শারীরিক অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  চিকিৎসকরা জানিয়েছেন তাঁর  অবস্থা  আগের চেয়ে ভালো। তারপরও বিএনপি যদি তাঁর চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদন করে, সেটি যদি যৌক্তিক মনে হয় তবে বিষয়টি সরকার ভেবে দেখবে।

বাংলাদেশে বসবাসরত বিদেশিদের জন্য সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো অভ্যাস মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিদেশিদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নাই। এখানে এমন কিছু ঘটেনি যে, কোনো দেশ মনে করবে তাদের নাগরিকরা এখানে নিরাপদ নয়।

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment