কাঁচের গ্লাস ভাঙ্গায় গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা

দিনাজপুরের বিরামপুরে কাঁচের গ্লাস ভেঙেছে কাজের মেয়ে। এর শাস্তি হিসেবে লোহার খুন্তি গরম করে ঐ মেয়ের শরীরে ছ্যাঁকা দেয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যর বিরুদ্ধে। এ অভিযোগে আকরামুজ্জামানকে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার রাত নয়টার দিকে পৌর শহরের আনছান মাঠ এলাকায় বিরামপুর মহিলা কলেজের ইতিহাসের প্রভাষক মো. সামসুল আলম এর বাসায় এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার রিমি আকতার উপজেলার একই এলাকার মেহের আলীর মেয়ে।

রিমি আকতার জানায় বাবার মৃত্যুর পর সংসারের অভাবের কারণে মা তাকে সামসুল ইসলামের বাসায় কাজের জন্য রেখে দেয়। তুচ্ছ ঘটনায় প্রায়ই তাকে সামসুল ইসলামের শশুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আকরামুজ্জান মারধর করতো।

বুধবার রাতে একটি কাচেঁর গ্লাস ভাঙার অপরাধে লোহার গরম খুন্তি দিয়ে বাম হাতের ছ্যাঁকা দেয় এবং কমরের বেল্ট দিয়ে শরিরের বিভিন্নস্থানে আঘাত করে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নির্যাতিত মেয়েটির চিৎকারে এলাকাবাসী খবর দিলে পুলিশ রিমিকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

আকরামুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির খালু আব্দুস সামাদ বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত আকরামুজ্জানকে আসামি করে মামলা করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment