খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য, প্যারোলে মুক্তির প্রশ্ন আসছে কেন? প্রশ্ন রিজভীর

খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য, প্যারোলে মুক্তির প্রশ্ন আসছে কেন? প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মন্ত্রীদের কথা শুনে মনে হচ্ছে, সরকার বেগম জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা দেশনেত্রীর প্যারোলে মুক্তি চাই না, নিঃশর্ত মুক্তি চাই। সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বেগম জিয়া তো এই মামলায় জামিন পাওয়ার যোগ্য। তাহলে প্যারোলের প্রশ্ন আসছে কেন?

রিজভীর অভিযোগ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা দেশের বাইরে চিকিৎসা নিলেও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।

রিজভী আরো অভিযোগ করেন, বেগম জিয়ার কারাগারে থাকার পেছনে প্রধান ভুমিকা অ্যাটর্নি জেনারেলের। তিনিই বেগম জিয়ার মুক্তির জন্য প্রধান প্রতিবন্ধক।

দলের চেয়ারপারসনের যদি কোনো ক্ষতি হয় তার দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকার আদালতের উপর প্রভাব খাটিয়ে বিএনপি নেত্রীকে জামিন দিচ্ছে না। এই মামলায় সবাই জামিন পেলেও গণতন্ত্রের মা জামিন পাচ্ছেন না। অথচ সরকারের বিভিন্ন মন্ত্রীও এরকম মামলায় জামিনে আছে। এখানেই প্রমাণ হচ্ছে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে ৪-৫ দিন যাবত ফাঁসির সেলে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, আমরা হাবিব উন নবী খান সোহেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চাই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment