টিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ’র প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠিত

 মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। ১৯৯৪ সালে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন বাংলাদেশ সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী প্রয়াত জামাল উদ্দিন আহমেদ। গত ১২ এপ্রিল বিকালে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’র কার্যকরী কমিটি গঠনকল্পে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটির একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মঈন উদ্দিনকে (এইচ.এস.সি. ব্যাচ ১২) সভাপতি ও আসফাক উদ্দীনকে (এইচ.এস.সি. ব্যাচ ১৪) সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী (১৯-২০) কার্যকরী কমিটি অনুমোদন দেয় আহবায়ক কমিটি। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, আলাউদ্দিন, রবিন পাল, আরিফুল আকবর যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন, মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আরমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সরওয়ার উদ্দিন, অর্থ-সম্পাদক ইকবাল মাহমুদ সহ-অর্থ সম্পাদক রিয়াজ হোসেন সাহেল, দপ্তর সম্পাদক আরমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন মাহমুদ, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হাফসা আকতার (শাপলা) তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক এরফানুল আকবর, আপ্যায়ন সম্পাদক আরাফাত হোসেন, কার্যকরী সদস্য নওশিন ফারিয়া তিশা, মাইকেল পাল। উল্লেখ্য, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রতিষ্ঠানের কিছু উদ্যমী প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় “প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। একই দিনে সৌরভ পালকে আহবায়ক এবং জাবেদুল আলমকে সদস্য সচিব আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment