জাকারবার্গের বেতন এক ডলার, নিরাপত্তায় খরচ ২ কোটি ২৬ লাখ ডলার

সাইবার জগতে ফেসবুকের নাম শোনেনি এমন মানুষ হয়ত খুব কমই আছেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক নেটওয়ার্কিং সাইট হল ফেসবুক। আর জনপ্রিয় এই নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ।

আধুনিক বিশ্বে মার্ক জাকারবার্গ কে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তিনি এমনই একজন সফল ব্যক্তি যিনি মাত্র ২৩ বছর বয়সে মিলিয়নিয়ারে পরিণত হন। একজন ব্যক্তির স্বপ্ন আর শ্রম দেওয়ার মানসিকতা থাকলে বয়স কোনো ব্যাপারই নয়, এমনই দৃষ্টান্ত বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন মার্ক জাকারবার্গ।

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত তিন বছর ধরে ফেসবুকের কাছ থেকে বেতন নিচ্ছেন মাত্র এক ডলার করে। তবে জাকারবার্গ ও তার পরিবারকে নিরাপত্তা দিতেই ২০১৮ সাকে খরচ হয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার।

বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় বলা হয়, গত তিন বছর ধরে জাকারবার্গ বেতন হিসেবে নিচ্ছেন এক ডলার। তার অন্যান্য খরচের খাতে রয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার।

এর বেশির ভাগই তার ব্যক্তিগত নিরাপত্তায় খরচ হয়। তার ও পরিবারের শুধু নিরাপত্তা খাতে খরচ হয়েছে প্রায় দুই কোটি ডলার। আগের বছর এই অঙ্ক ছিল ৯০ লাখ ডলার। ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য তিনি পেয়ে থাকেন ২৬ লাখ ডলার।

অন্যদিকে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ২০১৮ সালে ঘরে তুলেছেন দুই কোটি ৩৭ লাখ ডলার। আগের বছর তার এই অংক ছিল দুই কোটি ৫২ লাখ ডলার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment