মোনাকোকে হারিয়ে লিগ ওয়ান চ্যাম্পিয়ন হল পিএসজি৷ রবিবার মোনাকো ৩-১ গোলে হারায় প্যারিস সেন্ট জার্মেইন৷ চোট সারিয়ে মোনাকোর বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার-কাভানি৷
এই নিয়ে অষ্টমবার লিগ ওয়ান খেতাব জিতল পিএসজি৷ শেষ সাত মৌসুমে এটি পিএসজি’র ষষ্ঠ লিগ খেতাব জয়৷ ৩৩ ম্যাচ শেষে পিএসজি’র পয়েন্ট এখন ৮৪, সমসংখ্যাক ম্যাচ খেলে ৬৫ পয়েন্টে থেকে দু’নম্বরে রয়েছে লিলে৷ মোনাকোর বিরুদ্ধে ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল এমবাপেদের৷ লিলের হাতে ৫ ম্যাচ বাকি থাকলেও পয়েন্টে পিএসজি’কে ছোঁয়া অসম্ভব৷ এই অবস্থা থেকেই মোনাকোর বিরুদ্ধে ৩-১ গোলে ম্যাচ জিতে ৫ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল পিএসজি৷ এই নিয়ে টানা দু’বার ফরাসি লিগে চ্যাম্পিয়ন হল নেইমার-এমবাপেরা৷
মোনাকোর বিরুদ্ধে ম্যাচে পিএসজি’র হয়ে তিনটি গোলই এমবাপের৷ হ্যাটট্রিক করে তিন পয়েন্ট নিয়ে পিএসজিকে লিগ চ্যাম্পিয়ন করেন ফরাসি তারকা৷ ১৫, ৩৮ ও ৫৫ মিনিটে গোল করেন এমবাপে৷ ম্যাচের ৮০ মিনিটে একটি গোল শোধ করলও লড়াইয়ে ফিরতে পারেনি মোনাকো৷
অন্যদিকে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার৷ জানুয়ারিতে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে খেলা থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান৷
ম্যাচে হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফরাসি লিগে রেকর্ড গোল করে ফেললেন এমবাপে৷ লিগে এখনও পর্যন্ত ৩০টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন এমবাপে৷ লিগে এখনও পাঁচ ম্যাচ হাতে পাবেন যুব তারকা৷ পাঁচ ম্যাচে ৫টি গোল করতে পারলেই দুই মরসুম আগে কাভানির ৩৫ গোলের কীর্তি ছুঁয়ে ফেলবেন এমবাপে৷
আর ৮ গোল করলে টুর্নামেন্টের ইতিহাসে সাম্প্রতিক সময়ে এক মরসুমে রেকর্ড গোল স্কোরার ইব্রাহিমোভিচের ৩৮ গোলের(২০১৫-২০১৬ মৌসুম) রেকর্ড ছুঁয়ে ফেলবেন ২০ বছরের ফরাসি টিনএজার৷