নবাবগঞ্জে “খানেপুর উচ্চ বিদ্যালয়ে” যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন

নবাবগঞ্জ প্রতিনিধিঃ

২৪শে এপ্রিল ২০১৯ রোজ বুধবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার কতিপয় শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আলোচনা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরামর্শের ভিত্তিতে মহামান্য উচ্চ আদালত ও শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলাস্থ নবাবগঞ্জ উপজেলাধীন “খানেপুর উচ্চ বিদ্যালয়ে” যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনে উচ্চ আদালতের নির্দেশনা ঃ (ক) সরকারী বেসরকারী সকল প্রকার কার্যক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ, তদন্ত করা ও সুপারিশ প্রণয়নের জন্য একটি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। (খ) প্রতিরোধ কমিটি হবে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট এবং যার অধিকাংশ হবে মহিলা। যদি পাওয়া যায়, তবে অবশ্যই একজন মহিলা হবেন কমিটি প্রধান। (গ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে থেকে কমপক্ষে ২ (দুই) জন সদস্য কমিটিতে অন্তর্ভূক্ত করতে হবে (লিঙ্গ ও যৌন বিষয়ক সংস্থায় কর্মেরত ব্যক্তি অগ্রগণ্য)। (ঘ) প্রদত্ত নির্দেশিকা মোতাবেক প্রতিরোধ কমিটিকে সরকারের নিকট বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। সিদ্ধান্ত ঃ (ক) বিদ্যালয়ের এক জন সহকারী শিক্ষিকাকে কমিটির প্রধান করা হবে। (খ) বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক জন ছাত্রীকে কমিটির সদস্য-সচিব করা হবে। (গ) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি সদস্য হবেন। (ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ডের সংরক্ষিত সদস্য কমিটির সদস্য হবেন। (ঙ) পার্শ্ববর্তী বারুয়াখালী ইউনিয়ন পরিষদের বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ার সংরক্ষিত সদস্য কমিটির সদস্য হবেন। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্ত কমিটি গঠিত হয় ঃ (ক) বেগম আফরোজা আক্তার, সহকারী শিক্ষক সভাপতি (খ) সুশ্মিতা আক্তার সাজু, ৯ম শেণি/ খ শাখা/ রোল-৩৪, সদস্য-সচিব (গ) মিসেস লিপি বেগম, সদস্য ম্যানেজিং কমিটি সদস্য (ঘ) মিসেস আনোয়ারা বেগম, সদস্য নয়নশ্রী ইউ. পরিষদ, সদস্য (ঙ) মিসেস রোকশানা বেগম, সদস্য বারুয়াখালী ইউ. পরিষদ, সদস্য

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment