খোলস পাল্টে এলেও রাজনীতির অধিকার নেই জামায়াতের : হানিফ

খোলস পাল্টে নতুন নামে এলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘যে নামেই হোক তারা (জামায়াত ইসলামী) খোলস পাল্টিয়ে কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, এটাও আমি মনে করি তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।’

এর কারণ হিসেবে দুটি বিষয় উল্লেখ করে হানিফ বলেন, ‘দুটি বিষয় খুব পরিষ্কার তাদের সামনে। এখনো যে একাত্তর সালে জামায়াতে ইসলামী তাদের এই অপকর্মের জন্য আজ পর্যন্ত তারা দলীয়ভাবে তাদের অপরাধের দায় স্বীকার করেনি, ক্ষমা প্রার্থনাও করে নাই।’

এ সময় শপথের বিষয়ে বিএনপির এমপিদের ওপর কোনো প্রকার চাপ নেই বরং তারা নৈতিক দায়িত্ব থেকে শপথ গ্রহণ করছেন বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment