(Samsung) স্যামসাংয়ের নতুন ২ ট্যাবের ছবি ফাঁস

(Samsung) স্যামসাংয়ের নতুন ২ ট্যাবের ছবি ফাঁস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং গ্যালাক্সি (Samsung Galaxy )এস৩ নামে নতুন ট্যাব বাজারে আনতে যাচ্ছে। দুই আকারের সংস্করণে আসবে এটি। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ফাঁস হয়েছে এটির ছবি ও তথ্য।

ডিভাইসের তথ্য ফাঁসে বিখ্যাত ইভলিকস ফাঁস করছে তথ্য। তথ্য মতে, গ্যালাক্সি এস৩ ট্যাবের একটি সংস্করণ হবে ৯.৭ ইঞ্চি ও অপরটি ৮ ইঞ্চি আকারের।

ডিসপ্লে রেজুলেশন হবে ২০৪৮*১৫৩৬ পিক্সেল। স্ন্যাপ্নড্রাগন ৬৫২ প্রসেসরের ট্যাবটিতে থাকতে পারে ৩ গিগাবাইট র‍্যাম। তথ্য সংরক্ষণের জন্য থাকবে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।

samsungtabs3-techshohor

ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ২ মেগাপিক্সেল ক্যামেরা। পিছনের ক্যামেরায় ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ড করা যাবে।

ট্যাবটিতে থাকতে পারে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

তবে ডিভাইস দু’টির মূল্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ফ্ল্যাগশিপ ট্যাবের চেয়ে দাম কম হবে। মিডরেঞ্জ ব্যবহারকারীদের কথা ভেবেই ট্যাবটি আনা হচ্ছে বলে দাম বাজেটের মধ্যেই থাকবে বলে ধারণা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment