প্রি-হানিমুন শেষে সবেমাত্র টাউনে ফিরেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এরই মধ্যে অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছেন অঙ্কুশ। আর তাতে রীতিমতো অবাক বনে যাচ্ছেন তার হবু বউ ঐন্দিলা। এমনটাই দেখা গেছে এক ভিডিওতে। বুধবার (৬ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে একটি ভিডি শেয়ার করেছেন অঙ্কুশ। ভিডিওতে দেখা গেছে, নববর্ষের শুভেচ্ছা জানাতে ক্যামেরার সামনে হাজির ঐন্দ্রিলা। তার মেকআপ কিট নিয়ে সেখানে হাজির অঙ্কুশ। ‘মেকআপের জিনিস দিয়ে কী করছ?’ ঐন্দ্রিলা জানতে চাইলে অঙ্কুশ বলেন, ‘তুমি জানো, আমি ম্যাজিশিয়ান। তাই ঠিক করেছি তোমার মেকআপের জিনিসগুলো ভ্যানিস করব। কারণ তুমি মেকআপ করতে দুই ঘণ্টা সময় লাগাও।’ তারপর মন্ত্র পড়ে সত্যিই ঐন্দ্রিলার মেকআপ কিট গায়েব…
বিস্তারিত