পবিত্রতা অর্জনের জন্য অজু করা হয়। অজুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও লাভ হয়। এছাড়াও নামাজ আদায়ের জন্য অবশ্যই অজু করতে হয়। অজু না থাকলে নামাজ হয় না। আবার কিছু সময় অজু করা ফরজ, আবার কিছু সময় ওয়াজিব। কখন ফরজ ও ওয়াজিব, সেগুলো আমরা আগে উল্লেখ করেছি। আজকে উল্লেখ করা হবে- যেসব সময় অজু করা মুস্তাহাব। আর এই সময়ে ও এই কারণে অজু করলে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। ♦ পবিত্রতার সঙ্গে ঘুমানোর জন্য। (বুখারি, হাদিস : ২৩৯) ♦ ঘুম থেকে জাগ্রত হলে। তখন শুধু মুস্তাহাবই নয়, বরং সুন্নাত (সুনানে কুবরা লিল…
বিস্তারিতTag: অজুহাত
সরকারিভাবে ধান সংগ্রহ নিয়ে নানান অজুহাত, বিপাকে ৪ শত কৃষক ।
ভোলার মনপুরায় নানান অজুহাতে কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ করছেনা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি)। এমন অভিযোগ করেছেন ভূক্তভোগী সরকারি তালিকাভূক্ত কৃষকরা। এতে হাজার হাজার মন ধান নিয়ে বিপাকে পড়েছেন ৪ শত কৃষক।উপজেলার হাজিরহাট ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত কৃষক দেলোয়ার, মহিউদ্দিন, সালাম, মোঃ কামাল, নুরনবী, আলাউদ্দিন, মাকছুদ, মিজান, আবু তাহের, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক রফিক, হোসেন, মজিদ, বাচ্চু, ছাত্তার, আলম, ও মনপুরা ইউনিয়নের কৃষক ফারুক হাং, ছালাউদ্দিন, সেলিম, রিপন, সাজু, গিয়াসউদ্দিন, রাজিব জানান, ওসিএলএসডি (গুদাম কর্মকর্তা) নানান অজুহাতে ধান সংগ্রহ করছেনা। ধানের নমুনা (অল্প কিছু ধান) নিয়ে আসলে মিটারে মেপে বলে…
বিস্তারিত