পৃথিবীতে যত রোমান্টিক ঘরানার নাটক আছে তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, ছেলে প্রেমের প্রস্তাব দেয় মেয়েকে। এ ধারাকে উল্টো করে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করছেন ‘তুমি ভালো থাকো’ নামে একটি রোমান্টিক নাটক। এ নাটকে চির পরিচিত ‘আমি তোমাকে ভালোবাসি’ কিংবা ‘চলো আমরা বিয়ে করি’ এ ধরনের প্রস্তাবনা নেই। নায়িকা নায়কের হাতে আংটি পরিয়ে দিয়ে বলবে ‘বুড়ো হবো একসাথে’। নাটকটিতে অপূর্বকে এ বুড়ো হওয়ার প্রস্তাব দেবেন মেহজাবিন। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘‘আমি গল্প বুঝে অভিনয় করি। আশা করি ‘তুমি ভালো থেকো’ নাটকটি দর্শকদের চাহিদা পূরণ করবে।” নাটকটি নির্মিত হচ্ছে গান…
বিস্তারিত