পাত্রপাত্রীর পিতামাতার প্রেম, আবার পলায়ন

পাত্রপাত্রীর বিয়ে ঠিক হয়েছে। দিনক্ষণ সব ঠিক। সব আয়োজন চলছে। কিন্তু তলে তলে চুটিয়ে প্রেম করছিলেন পাত্রের পিতা হিম্মত পান্ডব (৪৬) ও পাত্রীর মা শবনা র‌্যাভেল (৪৩)। যখন ছেলেমেয়ের বিয়ে দেবেন ঠিক তখনই তারা দু’জন প্রেমে মত্ত হয়ে পালিয়ে যান। এ নিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানের পত্রপত্রিকায় সংবাদ শিরোনাম হয়। সে এ বছর জানুয়ারির কথা। তখন তাদের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল থানায়। এরপর এক পর্যায়ে তারা যার যার বাড়ি ফিরে আসেন। কিন্তু শবনা র‌্যাভেলকে তার স্বামী গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর তিনি আশ্রয় নেন পিতৃগৃহে। কিন্তু আবারও তারা…

বিস্তারিত