আমনের মাঠে মাঠে চলছে সোনালী ধান কাটার উৎসব দাম ও ফলনে খুশি কৃষক

আমনের মাঠে মাঠে চলছে সোনালী ধান কাটার উৎসব দাম ও ফলনে খুশি কৃষক

সানজিদা, দামুড়হুদা ( চুয়াডাঙ্গা)  প্রতিনিধিঃ ঘরে ঘরে চলছে   বাঙালির ঐতিহ্য  নবান্নের প্রস্তুতি ,বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় এ দেশের অধিকাংশ মানুষের জীবন- জীবিকা কৃষি কাজের উপর নির্ভরশীল।চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। বর্তমানে জেলার সকল আমনের মাঠে মাঠে চলছে সোনালী ধান কাটার উৎসব।ফসলের মাঠের কাঁচা- পাকা সোনালী ধানের শীর্ষে দুলছে  কৃষকের  স্বপ্ন । ফসলের মাঠ থেকে কৃষকরা তাদের জমি থেকে সকল ধান গুচিয়ে  শুকানো সহ  মাড়াই করার মধ্যে আবহমান গ্রাম- বাংলার  ঐতিহ্য ধরে রাখতে  প্রতিটি কৃষক পরিবারে ঘরে ঘরে  আর কিছু…

বিস্তারিত