আম্বানিপুত্রে বিয়েতে গান শোনাবেন হলিউড গায়িকা রিয়ান্না। এই অনুষ্ঠানে গান শোনাতে ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন জনপ্রিয় এ গায়িকা তা নিয়ে নেটিজনদের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। এই আলোচনার প্রেক্ষিতে ‘আম্বানিদের অনুষ্ঠানের নির্দিষ্ট কোনও বাজেট হয় না’ এমন উত্তরও শোনা গেছে। তবে, অবশেষে রিয়ান্নার পারিশ্রমিক জানা গেল। এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় ৬৬ থেকে ৭৭ কোটি রূপি পারিশ্রমিক নিচ্ছেন হলিউড এ গায়িকা। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। জানা যায়, রিয়ান্নার পারিশ্রমিক সাধারণত এমনই। তবে এক্ষেত্রে খানিক বেশি, কারণ প্রয়োজনীয় কিছু বাদ্যযন্ত্র এবং মঞ্চসজ্জার কিছু গুরুত্বপূর্ণ জিনিস রিয়ান্না নিজে সঙ্গে করে নিয়ে…
বিস্তারিত