কোন খাবার ফ্রিজে রাখবেন, আর কোনগুলো না রাখলেও চলে

বাড়িতে বিভিন্ন রকমের খাবারের মধ্যে কোনটা ফ্রিজে রাখবেন আর কোনটা রাখবেন না, সেটাই বুঝে ওঠা মুশকিল হয়। এমন কিছু খাবার আছে যেগুলো স্বাভাবিক তাপমাত্রায় রাখলেও চলে। দেখে নিন কোন খাবার ফ্রিজে রাখবেন, আর কোনগুলো ফ্রিজে না রাখলেও চলে- ১। মাখন- মাখন যেহেতু দুগ্ধজাত খাবার, সুতরাং এটি বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে। মাখন ভাল রাখতে একে অবশ্যই ফ্রিজে রাখবেন। ২। পিনাট বাটার- ভাল ব্র্যান্ডের পিনাট বাটারের কৌটা ফ্রিজে না রাখলেও এটি বাইরেই অনেক দিন ভাল থাকে। ৩। ভিনেগার- সব ধরণের ভিনেগারই অ্যাসিড জাতীয় তরল। এদের মাঝে ব্যাকটেরিয়া জন্মাতে পারে…

বিস্তারিত