ইথিওপিয়ার আরও একটি শহর টাইগ্রে বাহিনীর দখলে

ইথিওপিয়ার আরও একটি শহর টাইগ্রে বাহিনীর দখলে

দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার টাইগ্রে শহর নিয়ে টাইগ্রে বাহিনী ও ইথিওপিয়ার সেনাবাহিনীর মধ্যে লড়াই চলছে। দেশটির প্রেসিডেন্টের নির্দেশে সেনারা কার্যত পুরো টাইগ্রে শহর অবরোধ করে লড়াই চালাচ্ছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। টাইগ্রে নিজেদের দখলে রাখার পাশাপাশি এবার ঐতিহাসিক লালিবেলা শহরও বুধবার দখল করেছে টাইগ্রের বাহিনী। সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এই লালিবেলা শহরেই আছে দ্বাদশ শতকের একটি পাথরের চার্চ। যা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কতৃক স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য। আর তাই লালিবেলা দখলের পরেই টাইগ্রে বাহিনীর গির্জাটির ক্ষতি না করার আহ্বান জানিয়েছে ইউনেস্কো। এছাড়া সহিংসতা বর্জনের আহ্বানও…

বিস্তারিত