একজনের সুইপ, আরেকজনের রিভার্স সুইপ

একজনের সুইপ, আরেকজনের রিভার্স সুইপ

একজন সোজা সুইপ করলেন। আরেকজন উল্টো। ফল অবশ্য একই। দুজনই পত্রপাঠ বিদায়। আরেকটা মিল, দুবারই বোলারের নাম রবীন্দ্র জাদেজা। প্রথাগত সুইপ করে যিনি আউট হলেন, তাঁর নাম সাকিব আল হাসান। রিভার্স সুইপ করে মুশফিকুর রহিম। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দুটি শটই অকারণ ঝুঁকি ছাড়া আর কিছু নয়। ভারতকে বড় একটা রানের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্যেরও অকাল সমাধি ওই দুটি আউটে। সাকিবের উইকেটটা জাদেজার বাঁহাতি স্পিন নিল, নাকি রাগ–এটা অবশ্য একটা বড় প্রশ্ন। আম্পায়ারের সঙ্গে কী একটা নিয়ে রোহিত শর্মার লেগে গিয়েছিল, খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। নন স্ট্রাইকার প্রান্তে থাকা মুশফিক ওই…

বিস্তারিত