এবারও পারলেন না সেরেনা

১৯৯৯ সালে যখন তিনি প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন সেরেনা উইলিয়মস, তখনও জন্মই হয়নি বিয়াঙ্কা আন্দ্রেস্কুর। এমনই এক কানাডিয়ান টিনেজারের হাতেই ফ্লাশিং মিডোয় ধরাশায়ী হলেন সেরেনা। প্রথম কানাডিয়ান হিসেবে ইউএস ওপেন জিতলেন ১৯ বছর বয়সি আন্দ্রেস্কু। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতের ফাইনালে ৩৭ বছর বয়সি সেরেনাকে ৬-৩, ৭-৫ গেমে হারান তিনি। ২০০৬ সালে ইউএস ওপেনে মারিয়া শারাপোভার রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডস্লাম খেতাব তুললেন বিয়াঙ্কা। সন্তানের জন্ম দিয়ে মাঠে ফেরার পর এই নিয়ে চারটি গ্র্যান্ডস্লাম ফাইনাল হারলেন সেরেনা উইলিয়মস। ‌‘এটা আমার কাছে এত বড় প্রাপ্তি যে বলে বুঝাতে…

বিস্তারিত