ওমিক্রনের ঢেউ, রোগীদের ফাইজারের বড়ি দিচ্ছে দ. কোরিয়া

করোনাভাইরাসের অতি-সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুতগতির বিস্তারে তৈরি হওয়া তীব্র উদ্বেগের মাঝে এই রোগের চিকিৎসায় মার্কিন ওষুধপ্রস্তুতকারক কোম্পানি ফাইজারের অ্যান্টিভাইরাল করোনা পিল প্যাক্সলোভিডের ব্যবহার শুরু করছে দক্ষিণ কোরিয়া। আগামী শুক্রবার থেকে করোনা রোগীদের চিকিৎসায় দেশটিতে ফাইজারের অ্যান্টিভাইরাল এই পিলের প্রয়োগ শুরু হবে। দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) বলছে, বৃহস্পতিবার দেশের প্রায় ২৮০টি ফার্মেসি এবং ৯০টি আবাসিক চিকিৎসা কেন্দ্রে বিতরণের জন্য কমপক্ষে ২১ হাজার প্যাক্সলোভিড পিল পৌঁছাবে। এক সংবাদ সম্মেলনে কেডিসিএর কর্মকর্তা কিম কি-ন্যাম বলেন, ওমিক্রনের অত্যধিক-সংক্রমণের কারণে এই ওষুধটির তাদের জন্য অর্থপূর্ণ ভূমিকা পালন করা উচিত; যাদের গুরুতর…

বিস্তারিত