কথা রাখেননি ওবায়দুল কাদের ! দু বছরেও বাস পায়নি জাককানইবি

কথা রাখেননি ওবায়দুল কাদের ! দু বছরেও বাস পায়নি জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবহন সংকটে জর্জরিত । বিশ্ববিদ্যালয়ে ১৯টি বিভাগের  বিপরীতে শিক্ষার্থী সংখ্যা ছয় হাজারের অধিক এবং শিক্ষক ১৫১  জন সেই প্রেক্ষিত বিশ্ববিদালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ  বাসের সংখ্যা ১৩ টি । যার মধ্যে মাত্র ৪টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস এবং ৮টি ভাড়াকৃত অন্যদিকে শিক্ষক কর্মকর্তাদের জন্য রয়েছে ৪টি  মিনি বাস । চিকিৎসা ক্ষেত্রে জরুরী ব্যবহারের জন্যে ৬ হাজার শিক্ষার্থীর বিপরীতে  রয়েছে ১টি মাত্র এ্যাম্বুলেন্স । বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক দেখানো হলেও তা কার্যকর নয় । বিশ্ববিদ্যালয়ে এতো সংখ্যক  শিক্ষার্থীদের জন্য পাঁচ তলা  হল রয়েছে মাত্র  দুটি যার মধ্যে একটি…

বিস্তারিত