কানে পানি ঢুকলে

কানে পানি ঢুকলে

নদী, পুকুর বা সুইমিংপুলে সাঁতার কেটে গোসল করতে কে না ভালোবাসে? কিন্তু অনেকের ক্ষেত্রে সেখানেই ঘটে যায় বিপত্তি। ডুব দিতেই কানের মধ্যে হঠাৎ পানি ঢুকে যায়। অসাবধানে শাওয়ারে গোসল করতে গিয়েও ঘটতে পারে একই ঘটনা। কারও কান থেকে কিছু সময় পর এমনিই পানি বের হয়ে আসে, আবার কারও কানে পানি জমে আঠাল রক্তের মতো বের হয়। কানের যন্ত্রণায় কাতর করে রাখে কিছুদিন। >> যে কানে পানি ঢুকেছে, সে দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপর এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বের…

বিস্তারিত