কালের বিবর্তনে হারনো স্মৃতি

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা: ঊনিশ শতকের শুরুতে আধুনিকতার ছোয়া লাগে মানব সভ্যতার প্রতিটি কর্মক্ষেত্রে।জীবননের প্রতিটি স্তরেই রয়েছে যান্ত্রিককতার ছোয়া। অাধুনিকতার ছোয়ায় মানুষ তার স্বপ্নকে আরো রঙিন করে সাজিয়ে তুলেছে। আমরা যেন ভুলেই গেছি আমাদের ইতিহাস ও ঐতিহ্য। আধুনিকতার ছোয়ায় বিজ্ঞানের কল্যানে আমাদের বর্তমান প্রজন্ম সেই পুরানো স্মৃতিকে আর অবলোকন করতে পারে না। তেমনি একটি গ্রামীন জীবনের চিত্র হলো তুলে ধরলাম আপনাদের জন্য।এক সময় মানুষ খাল, বিল, পুকুর, বাওর ইত্যাদি জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। এখনও বর্তমানে কিছু খাল-বিল টিকে থাকলেও তাতে আর কেউ মাছ শিকার করতে পারে না।…

বিস্তারিত