কুড়িগ্রামে থেকে হারিয়ে যাচেছ দেশি আটিয়া কলা

মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের প্রতিটি গ্রামের আনাচে কানাচে আগে প্রচুর আটিয়া কলা পাওয়া যেত কিন্তূ এখন আর আগের মত আটিয়া কলা চোখে পড়েনা।আগে গ্রামবাংলার প্রতিটি গ্রাম বা মহলায় আটিয়া কলার আমদামী বেশী হওয়ায় এর দামও অনেক সস্তা ছিল।আগে এক হালি আটিয়া কলা মাত্র ৫ থেকে ৭ টাকায় পাওয়া যেত। কিন্তূ আটিয়া কলার আমদানি বর্তমানে কম হওয়ার কারনে এর মুল্য অনেক বৃদ্ধি পেয়েছে। এখন এক হালি আটিয়া কলার মুল্য ৩০ থেকে ৪০ টাকা। কিছুদিন আগেও গ্রামবাংলায় অনেকে সখের বসে আটিয়া কলা চাষ করতো।আটিয়া কলা রুপসী গ্রামবাংলার আনাচে কানাচে ,পুকুর…

বিস্তারিত