ক্রিকেট শুধু ব্যাট–বলের নয়, মনের খেলাও

ক্রিকেট শুধু ব্যাট–বলের নয়, মনের খেলাও

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচজন মনোবিদ কাজ করেছেন। ক্রিকেটাররা সুফলও পেয়েছেন তাতে। প্রথম বলটাই শর্ট। ধেয়ে আসছে বাউন্সার। ঘাড়ের পেছনে একটা দপদপানি টের পেলেন তামিম ইকবাল। তির তির করে কেঁপে উঠল শিরা। ঠোঁটে স্মিত হাসি। এই তো চাই! একমুহূর্ত দেরি না করে পুল। ব্যাট-বলের শব্দ শুনেই বুঝলেন কী হতে যাচ্ছে। ডিপ স্কয়ার লেগের ওপারে তাকানোরও প্রয়োজন মনে করলেন না। তামিম যেন চোখ বন্ধ করেই দেখে ফেললেন গ্যালারিতে বল নিয়ে দর্শকদের কাড়াকাড়ি। এ রকম ছক্কা তো জীবনে কম মারেননি! যখন চোখ খুললেন, তামিম হয়তো…

বিস্তারিত