গরমে ওষ্ঠাগত প্রাণীকুল

দুষ্টু বালকের তাড়নায় সকাল গড়ালেই হুংকার ছেড়ে ঘুরে ঘুরে পায়চারিতে ব্যস্ত থাকত বনের রাজা সিংহ। তার সাম্রাজ্যে চিরশত্রু বাঘ মামার তর্জন-গর্জনেরও কমতি ছিল না। আর খাঁচাবন্দি মাংসাশী এসব বন্যপ্রাণীর তামাশা দেখে উৎফুল্ল থাকত শিশু-কিশোর। কিন্তু বনের রাজারা সিংহাসন ছেড়ে আজি ঘুমের রাজ্যে! মেঘ নেই, বৃষ্টিও নেই। গ্রীষ্মের সূর্যের গনগনে তাপে পুড়ছে সারাদেশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ থেকে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তখন মিরপুর চিড়িয়াখানায় প্রাণীকুলের এমন হাঁসফাঁস। পানি উত্তপ্ত হয়ে যাওয়ায় মিঠাপানির কুমিররাও ডাঙায় উঠে পড়েছে। চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, সারাক্ষণ প্রাণচাঞ্চল্য…

বিস্তারিত