গাইতে গাইতে ১৩০ কিলোমিটার

গাইতে গাইতে ১৩০ কিলোমিটার

বিক্রমপুরের লালন সাঁইজির আখড়া পদ্মহেম ধাম থেকে বেরিয়ে কিছু লোক গান গাইতে গাইতে হাঁটছেন। ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তাঁরা। দেখলেন দূর থেকে একজন লোক ডাকছেন। তিনি একজন গৃহস্থ। দূর থেকেই দলটির গান শুনে বুঝে ফেলেন তাঁরা লালনেরই কোনো ভক্ত। গৃহস্থ এই দলটিকে নিয়ে যান তাঁর নিজ বাড়িতে। আপ্যায়ন করেন নানা ধরনের খাবার দিয়ে। লালনের গান গাইতে গাইতে এভাবে দলটি পাড়ি দিল ১৩০ কিলোমিটার। পথে মিলেছে লালন –ভক্তদের ভালোবাসা আর আতিথেয়তা। হেঁটে হেঁটে লালনের গান গাওয়ার আয়োজনটির নাম ‘লালন যাত্রা’। লালন–ভক্ত দুটি গানের দল আনন্দনগর ও সহজ আয়োজনটি করে। ৮…

বিস্তারিত