সাগর আহামেদ মিলনঃ গাজীপুর শ্রীপুরের কেওয়া পূর্ব খন্ড এলাকায় এলব্যাট্রাস (এটিএল) নামক কারখানায় এ ঘটনা ঘটে।খবর নিয়ে জানা যায় কারখানার যন্ত্রপাতি বোঝাই কাভার্টভ্যানের ধাক্কায় দেয়াল ধসে গত রাত দেড়টার সময় আলামিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত আলামিন খুলনা জেলার দৌলতপুর মহেশপাড়া গ্রামের মৃত ফবির উদ্দিনের ছেলে। আলামিন শ্রীপুরে কেওয়া পূর্ব খন্ড এলাকায় ফখরুলের বাড়িতে বাসাবাড়া নিয়ে এলব্যাট্রাস (এটিএল) নামক কারখানায় চাকুরী করতেন। ঘটনার পর থেকে কারখানার কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায় নি। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার জানান, কারখানার যন্ত্রপাতি বুঝাই করা একটি কাভার্টভ্যান (ঢাকা মেট্রো ব ১৫-১৫৬৫)…
বিস্তারিত