জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্তবার্ষিকী উপলক্ষে গান গাইলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ‘বঙ্গবন্ধু তোমার জন্মদিন’ শিরোনামের এই গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। মুজিববর্ষ উপলক্ষে গানটি ১৬ মার্চ রাতে প্রকাশ করেছে এটিএন বাংলা প্রোগ্রামের ইউটিউব চ্যানেল থেকে। ড. মাহফুজ রহমান গত তিন বছর ধরে গান গাইছেন। প্রথমবার গান নিয়ে তিনি হাজির হন ২০১৭ সালে কোরবানির ঈদে। এটিএন বার্তায় তার কণ্ঠে একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচারে আসার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে নিয়মিতই গান গাইছেন তিনি।
বিস্তারিত