গাপটিল কাঁদলেন, গাপটিল কাঁদালেন

পেণ্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য বদল হলো অসংখ্যবার। বলতে গেলে ফাইনাল বিশ্বকাপের মতোই হয়েছে। নির্ধারিত সময়ে দু’দলের মধ্যে ম্যাচ টাই হওয়ায় সুপার ওভারে নির্ধারিত হয় শিরোপা। সেখানেও টাই হওয়ায় দু’দলের বাউন্ডারি হিসেব করে ট্রফির উদযাপনে মাতে ইংলিশরা। আর টানা দ্বিতীয়বার ফাইনালে হারলো নিউজিল্যান্ড। গত বিশ্বকাপেই মার্টিন গাপটিলের ব্যাট থেকে এসেছিল ২৩৭ রানের হার না মানা এক ইনিংস। ছিলেন দুর্দান্ত ফর্মে। নিউজিল্যান্ড প্রথমবারের মতো ফাইনালে তোলার অন্যতম নায়কও ছিলেন। পরের আসরে এসে সেই গাপটিলই যেন হয়ে গেলেন ভিলেন। ফাইনালের আগে ৯ ম্যাচে ফিফটি পেয়েছেন মাত্র একটি। ওপেনিংয়ে তার ব্যাটিং ব্যর্থতায়…

বিস্তারিত