গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ৩০ ফুট খাদে

ভারতের কেরালার ঘটনা। রাজ্যের ত্রিশূরের ওয়াক্কানচেরির বাসিন্দা তিন বন্ধু গোকুলদাস, ইসাহক এবং মুস্তফা মিলে মুন্নার যাচ্ছিলেন। এজন্য তারা গুগল ম্যাপ দেখে শর্টকাট রাস্তা ধরেছিলেন। আর এর ফলেই ঘটে বিপদ। গাড়ি ৩০ ফুট গভীর খাদের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাণে বাঁচলেও ওই তিনজনই বুকে ও মাথায় চোট রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কেরালার পালামট্টম-অবলিচল রোডের ইনজাথোট্টির কাছে ঘটনাটি ঘটে। আহত তিন যুবক জানান, পালামট্টম-অবলিচল রোড ধরে যাওয়ার সময় আচমকাই মাঝ রাস্তায় একটি বিশাল খাদ নজরে আসে। কিন্তু তখন খাদের প্রায় কিনারায় চলে এসেছে গাড়ি। চালকের আসনে থাকা…

বিস্তারিত