চলার পথে হেনস্তার শিকার হলে কী করবেন?

ইভজিটিং কিংবা যৌন হেনস্তা শব্দগুলোর সঙ্গে আজকাল অহরহই দেখা হচ্ছে। ঘর থেকে রাস্তায় নামতেই নারীদের প্রতি লোলুপ মনোভাব নিয়ে তাদের হয়রানির চেষ্টা করছে বখাটেরা। অনেক নারী আবার নিজেকে সামলে নেয়ার কৌশল না বুঝে হেনস্তার শিকার হচ্ছেন। শুধু বাংলাদেশ কিংবা উপমহাদেশেই নয়, এই অবস্থা এখন তামাম দুনিয়াজুড়ে। প্রতিদিন পথে চলতে গিয়ে নারীদের হেনস্তার শিকার হওয়াটা যেন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাবলিক বাসে নারীদের ধাক্কা দেয়াটাও অভ্যাসে পরিণত হয়েছে অনেকের। কিছু বলতে গেলে উল্টো সেই নারীকেই শুনতে হয় নানা কুরুচিপূর্ণ কথা। তাহলে কী করবে নারীরা? হেনস্তার শিকার হলে কী করা উচিত?…

বিস্তারিত