চিকেন পক্স হলে করণীয়

একসময় শুধুমাত্র বসন্তকালে চিকেন পক্স বা জলবসন্ত হতো। কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে এখন বছরের যেকোন সময়ই চিকেন পক্স হওয়ার আশঙ্কা রয়েছে। চিকেন পক্স একটি ছোঁয়াচে রোগ। এটি ভ্যারিসেলা ভাইরাসের কারণে হয়ে থাকে। সাধারণত এই রোগে আক্রান্ত হওয়ার ১০ থেকে ২১ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। চিকেন পক্স হলে সারা শরীরে ছোট ছোট ফোসকার মতো লালচে গোটা দেখা যায়। সেই সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা , মাথা ঘোরানো ইত্যাদি সমস্যা হয়। রোগী বেশ দুর্বলও হয়ে পড়ে। ফোসকার মতো লালচে গোটাগুলি সারাক্ষন চুলকায়। বেশি চুলকালে লালচে গোটা ফেটে আরও বেশি ওঠে।…

বিস্তারিত