চুয়েটের পুর ও পানিসম্পদ কৌশল বিভাগের প্রথম জাতীয় কনফারেন্স অনু্ষ্ঠিত হতে যাচ্ছে

চুয়েটের পুর ও পানিসম্পদ কৌশল বিভাগের প্রথম জাতীয় কনফারেন্স অনু্ষ্ঠিত হতে যাচ্ছে

আমির হামজা রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুর ও পানিসম্পদ কৌশল (সিডব্লিউআরই) বিভাগের আয়োজনে আগামী ২১ ও ২২ মার্চ চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে, (NCWRE-২০১৮) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স।অায়োজিত এ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স। চুয়েট ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ বিভিন্ন বিষয়ভিত্তিক অালোচনায় এতে অংশ নিবেন। এ কনফারেন্সে পানিসম্পদ কৌশল বিষয়ের পাশাপাশি নদী প্রকৌশল, ড্রেডিং, বন্দর-পোতাশ্রয় ও কোস্টাল, ইঞ্জিনিয়ারিং, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পানি সেচ ও ভূ-পৃষ্ঠস্থ পানি ব্যবস্থাপনা, পানি ও পানিবর্জ্য ব্যবস্থাপনা, অারবান হাইড্রোলজি ও ড্রেনেজ, স্যানিটেশন ও স্বাস্থ্য, টেকসহ উন্নয়ন ও প্রভৃতি…

বিস্তারিত