চৈত্রসংক্রান্তি আজ

আজ চৈত্রসংক্রান্তি ও ঋতুরাজ বসন্তের বিদায়ের দিন। আগামীকাল রবিবার প্রথম প্রত্যুষেই বাংলা ১৪২৫ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে ১৪২৬-কে বরণ করে নেবে বাঙালিরা। পুরাতন ও গ্লানিকে পিছে ফেলে শুরু হবে আরেকটি নতুনের আবাহন। বাংলা বছরের শেষ দিন হওয়ায় চৈত্র মাসের এ দিনটিকে বলা হয় চৈত্রসংক্রান্তি, যা আবহমানকাল থেকে এ অঞ্চলে বিশেষ লোকজ উৎসব বা পরবের দিন হিসেবেও পালিত হয়ে আসছে। তবে অসাম্প্রদায়িক বাঙালির কাছে চৈত্রসংক্রান্তি এখন আর শুধু লোকজ উৎসবে সীমাবদ্ধ নেই, এটি এখন পেয়েছে সর্বজনীন মাত্রা। তাই ঢাকাসহ সারাদেশে আজ পালিত হচ্ছে চৈত্রসংক্রান্তির নানা আয়োজন, যা শেষ হবে আগামীকালের বর্ষবরণ অনুষ্ঠানের…

বিস্তারিত