ছোট মাছের বড় বাজার বৈদ্যের বাজার

ছোট মাছের বড় বাজার বৈদ্যের বাজার

নজরুল ইসলাম লিখন ঃ এক দিকে মেঘনার অথৈয় জলরাশি, অন্য দিকে জেলেদের কোলাহল- এ নিয়েই রোজ ভোরে ঘুম ভাঙে মেঘনার দুই পাড়ের বাসিন্দাদের। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজারে গড়ে উঠেছে মিঠাপানির ছোট মাছের বাজার। ফিশারিঘাট নামে পরিচিত এই ছোট মাছের বাজারে সারা বছরই লেগে থাকে ক্রেতাদের ভিড়। প্রতিদিন কাকডাকা ভোরে এই বাজারে মাছ কেনাবেচা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। প্রতিদিন এখানে গড়ে ২০ লাখ টাকার ছোট মাছ বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বাজারে পাওয়া যায়, মেঘনার যত সুস্বাদু সব মাছ। এর মধ্যে কই,…

বিস্তারিত