তরকারি বিক্রেতাকে নারীর সঙ্গে বেঁধে পিটুনি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক তরকারি বিক্রেতাকে নারীর সঙ্গে শেকলে বেঁধে পেটানো হয়েছে। নির্যাতনের শিকার ওই ব্যবসায়ী ও নারী জানান, স্থানীয় প্রভাবশালীরা মিথ্যা অভিযোগে তাঁদের মাথার চুল কেটে, একত্রে শেকলে বেঁধে মারপিট করেছে। রোববার সকালে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে  স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে বক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য লোকজন নিয়ে বাধা দেন বলেও অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই ব্যবসায়ীর স্ত্রী ও ভগ্নিপতি জানান, নির্যাতিত ব্যবসায়ী পিকআপ ভ্যান চালানোর পাশাপাশি আড়ৎ থেকে কাঁচামাল কিনে খুচরা…

বিস্তারিত