তুরস্কে ৬ সাংবাদিকের যাবজ্জীবন

তুরস্কে ৬ সাংবাদিকের যাবজ্জীবন

তুরস্কে সাংবিধানিক আদেশ না মানার অভিযোগে দেশটির এক আদালত ছয় সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ইস্তাম্বুলের আদালত এই সাজা ঘোষণা করে। দোষী সাব্যস্তসাংবাদিকরা ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে উসকানিমূলক তথ্য প্রকাশ করেছিলেন। তবে তুরস্ক সরকার এই ছয় সাংবাদিকের বিরুদ্ধে ভিন্ন অভিযোগ এনেছিল। সাজাপ্রাপ্ত সাংবাদিকরা নির্বাসিত তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এমন অভিযোগ করা হয়েছিল সরকার থেকে। এই অভিযোগে গত একবছর ধরে তারা কারাগারে বন্দী ছিলেন। সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন তারাফ সংবাদপত্রের সাবেক এডিটর ইন চীফ আহমেত আতলান, তার ভাই ও শিক্ষাবিদ মেহমেত আতলান, প্রখ্যাত তুর্কি সাংবাদিক…

বিস্তারিত