দোহারে আর্সেনিক রিক্র রিডাকশন প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

দোহারে আর্সেনিক রিক্র রিডাকশন প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি  (ঢাকা) ঢাকার দোহারে আর্সেনিক রিক্র রিডাকশন প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত শতাব্দীর শেষে বাংলাদেশ ভূগর্ভস্থ পানির উৎস থেকে নককূপ প্রযুক্তির মাধ্যমে ৯৭ ভাগ পানি সরবরাহের ব্যবস্থা করতে সক্ষম হয়। যা দক্ষিণ পূর্ব এশিয়া অন্চলে সর্বোচ্চ।নব্বই দশকের প্রথমভাগে ভূগর্ভস্হ অগভীর স্থরের পানিতে আর্সেনিকের উপস্থিতি এই সফলতাকে বিশেষ করে পল্লী পানি সরবরাহের এই অর্জন কিছুটা বাধাগ্রস্থ করে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে উপজেলার যে সকল ইউনিয়ন / ইউনিয়ন সমূহে ৬০ % এলাকায় আর্সেনিক দূষন রয়েছে সে সকল এলাকার…

বিস্তারিত