দোহারে খালের জমি দখল করে বহুতলা ভবন নির্মাণ

 মাহবুবুর রহমান টিপু দোহার(ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় মেঘুলা বাজার সংলগ্ন পদ্মা নদীর শাখা খাল ভরাট করে বহুতলা ভবন নির্মাণ করেছে একটি প্রভাবশালী মহল। সরেজমিনে দেখা যায়, উপজেলার মেঘুলা বাজার সংলগ্ন পদ্মা নদীর শাখা খাল ভরাট করে স্থানীয় প্রভাবশালী মহল বহুতলা ভবন ও দোকান নির্মাণ করে প্রশাসনের নাকের ডগায় দেদারসে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে।জানা যায়,স্থানীয় প্রভাবশালী দেলোয়ার শিকদার গং,মোবারক হোসেন রুবেল গং,শাহজাহান খালাসী, দূলাল হোসেন,সারোয়ার মিয়া,মেঘুলা বাজার কমিঠি গং সহ একাধিক ব্যক্তিরা রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ মেঘুলা বাজারে পাশে পদ্মা নদীর শাখা খাল দখল করে ভবন ও দোকানপাঠ নির্মাণ করে…

বিস্তারিত