দোহারে বিভিন্ন হাট বাজারে বাড়ছে হাতুরে ডাক্তারের সংখ্যা প্রতারিত হচ্ছেন সাধারন মানুষ

দোহারে বিভিন্ন হাট বাজারে বাড়ছে হাতুরে ডাক্তারের সংখ্যা প্রতারিত হচ্ছেন সাধারন মানুষ

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):- দোহার উপজেলার হাট-বাজারগুলোতে বাড়ছে হাতুরে ডাক্তারদের সংখ্যা।প্রশাসনের নাগের ডগায় প্রকৃতপক্ষে চিকিৎসক না হয়ে বড় বড় ডিগ্রীধারী সাইনবোর্ড লাগিয়ে চিকিৎসক সেজে তারা দিব্যি দিয়ে যাচ্ছেন চিকিৎসা সেবা। সরেজমিনে দেখা যায় যে, উপজেলার মৌড়া,ধীৎপুর,ফুলতলা বাজার,নারিশা বাজার,মেঘুলা বাজার,সুতারপাড়া বাজার,দোহার বাজার,জয়পাড়া বাজার,কার্তিকপুর বাজার,বাংলাবাজারসহ আরোও ১০/১২টি বাজারে দিয়ে বসেছেন ফার্মেসীর দোকান আর সাইনবোর্ডে অথবা ভিজিটিং কাডের নামের সাাগে যোগ করে লিখছেন ডাক্তার।এদের অনেকেরই নেই বলার মত শিক্ষাগত যোগ্যতা।এদের মধ্যে কেউ কেউ ওষুধ বিষয়ক ২-১ টা কোর্স করেই উপজেলার বিভিন্ন হাট-বাজারে চালিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা। খোঁজ নিয়ে আরো দেখা যায় যে হাতুরে…

বিস্তারিত