নালিতাবাড়ীর ভোগাই নদীতে মাছ ধরা বাউত উৎসব

নালিতাবাড়ীর ভোগাই নদীতে মাছ ধরা বাউত উৎসব

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মাছ ধরা বাউত উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে ভোগাই নদীতে দলবেঁধে বাউত উৎসবে নামেন সৌখিন মৎস শিকারীরা। জানা গেছে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর নভেম্বর মাস এলে খাল বিল নদনদীর পানি কমে যায়। এসময় সৌখিন গ্রামবাসীরা মিলে পলো, ঝাঁকিজাল ও ছিপজাল নিয়ে দলবেঁধে জলাশয়ে মাছ ধরতে বাউত উৎসবে মেতে উঠেন। উপজেলার পাঁচগাও, রাজানগর, দোহালিয়া, সন্নাসীভিটা ও কোন্নগর গ্রামের প্রায় দুই শতাধিক মৎস্য শিকারী নাকুগাঁও স্থলবন্দর এলাকার ভোগাই নদীর চারআলী ব্রীজপাড় থেকে বাউত উৎসবে…

বিস্তারিত