আগামী ঈদে টিভি পর্দায় পাওয়া যাবে নতুন রসায়ন। এবারই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় দুই তারকা এফএস নাঈম এবং অভিনেত্রী মৌসুমী। তারা জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম `দ্য রেসেপি অব লাভ`। রাশেদ এইচ চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করছেন ফাহমিদা প্রেমা। নির্মাতা প্রেমা জানালেন, `মূলত প্রেমিক-প্রেমিকার একে অপরকে প্রত্যাখ্যান করা আবার ফিরে আসার গল্প নিয়েই নির্মিত হচ্ছে নাটকটি।` মৌসুমী বলেন, `নাটকের গল্পটা রোমান্টিক ধাঁচের। তবে সবার কাছে গল্পটা ভালো লাগবে বলে আমি আশা করি। তাছাড়া অনেকের সঙ্গে অভিনয় করেছি। এখন সহশিল্পী হিসেবে নতুনদের সঙ্গে কাজ করছি। তারা ভালো…
বিস্তারিত