প্রথমবার একসঙ্গে নাঈম-মৌসুমী

প্রথমবার একসঙ্গে নাঈম-মৌসুমী

আগামী ঈদে টিভি পর্দায় পাওয়া যাবে নতুন রসায়ন। এবারই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় দুই তারকা এফএস নাঈম এবং অভিনেত্রী মৌসুমী। তারা জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম `দ্য রেসেপি অব লাভ`। রাশেদ এইচ চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করছেন ফাহমিদা প্রেমা। নির্মাতা প্রেমা জানালেন, `মূলত প্রেমিক-প্রেমিকার একে অপরকে প্রত্যাখ্যান করা আবার ফিরে আসার গল্প নিয়েই নির্মিত হচ্ছে নাটকটি।` মৌসুমী বলেন, `নাটকের গল্পটা রোমান্টিক ধাঁচের। তবে সবার কাছে গল্পটা ভালো লাগবে বলে আমি আশা করি। তাছাড়া অনেকের সঙ্গে অভিনয় করেছি। এখন সহশিল্পী হিসেবে নতুনদের সঙ্গে কাজ করছি। তারা ভালো…

বিস্তারিত