প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে সিরাজদিখানে তালবীজ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান উপজেলায় তাল ও খেজুরের বীজ রোপন কর্মসূচী প্রতি বছরের ন্যায় এবারও পালন করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় মালখানগর ইউনিয়নের কাজীরবাগ, গোড়াপীপাড়া, নাটেশ^র ও রথবাড়ি গ্রামের আড়াই কি.মি. রাস্তায় বনবিভাগের ন্যায় রাস্তার ঢালে তিন স্তরে তালের বীজ রোপন করা হয়। এ উপজেলার ১৪টি ইউনিয়নে ১০ হাজার তালবীজ পর্যায়ক্রমে রোপন করা হবে। তাচারা তাল গাছ লম্বা হওয়ায় ঘূর্নিঝড় ও বজ্রপাতসহ সকল প্রকার প্রাকৃতিক বিপর্জের হাত থেকে আমাদের রক্ষা করে। এ দেশের ব্রিটিশরা যখন ফ্রিকোয়েন্সি মেপে মেপে জমির মৌজা পিলার দিয়েছিল। সেই পিলার গুলো জমির সঠিক পরিমাপের…

বিস্তারিত