ফাইনালে কোন কৌশলে খেলবে বায়ার্ন-পিএসজি?

টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়নদের সঙ্গে প্রথমবার ফাইনালে ওঠা দলের খেলা। পরিসংখ্যানের এ অবস্থার কারণে, শুরুর আগেই একপেশে ম্যাচ হবে কি না, তা নিয়ে ভাবনায় সমর্থকরা। কিন্তু ডাগ আউটে বসে থাকা দুই জার্মানের জন্য এটা যে জীবন-মরণ লড়াই। কি হতে চলেছে ফাইনালে? কোন ফর্মেশনেই বা শিষ্যদের খেলাবেন ফ্লিক-টাচেলরা?  ৫ শিরোপা জিততে এখন পর্যন্ত ১০ বার ফাইনাল খেলেছে বায়ার্ন মিউনিখ। সফলতার হার ৫০ ভাগ। আরেকবার ট্রফি নিয়ে মিউনিখের রাস্তায় উৎসব করতে অপেক্ষা এখন কিছু মুহূর্তের। অন্যদিকে, বছরের পর বছর ফ্রেঞ্চ লিগে দাপট দেখালেও, ইউরোপীয় মঞ্চে একেবারেই শিশু প্যারিস সেইন্ট জার্মেই। তবে, আন্ডারডগ…

বিস্তারিত