২শ’ কি.মি. গিয়ে মানিব্যাগ ফিরিয়ে দিলেন গার্ড

ঘটনাটি মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারির)। বেলা দু’টায় কাজ শেষ হওয়ার পরে এমনিই রাস্তায় ঘুরছিলেন ভারতের ভুবনেশ্বর শহরের বেসরকারি নিরাপত্তা গার্ড মুদবির খান। হঠাৎই রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, ভেতরে প্রায় শ’ চারেক টাকা ছিল। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল ওর ভেতরে থাকা নথিগুলো। ড্রাইভিং লাইসেন্স, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্যান কার্ড আর আধার কার্ড ছিল। আমার নিজেরও একবার মানিব্যাগ হারিয়ে গিয়েছিল। সব নথি নতুন করে করাতে গিয়ে অনেক ভোগান্তি হয়েছিল। তাই ভাবছিলাম যার মানিব্যাগ হারালো তাকে তো অনেক ভোগান্তি সহ্য করতে হবে। নথিগুলো থেকে মানিব্যাগের মালিকের…

বিস্তারিত